চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এসেও কৃষির গুরুত্ব এতটুকু কমেনি। মানুষ এখনো তার মৌলিক চাহিদা (অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা) পূরণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। 

কেন ‘কৃষি দিনলিপি’ ব্লগ?

কৃষি বিষয়ক লেখা নিয়েই কৃষি দিনলিপি ব্লগ। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য চায় সঠিক তথ্য ও পদ্ধতির সমাবেশ। প্রচলিত কৃষি ব্যবস্থার স্থলে নিত্য নতুন উদ্ভাবিত কৃষি উপকরণ ও পদ্ধতির যথাযথ প্রয়োগই পারে গোটা বিশ্বকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে। তাই কৃষি দিনলিপি ব্লগ বাংলা ভাষাভাষী মানুষের কাছে আধুনিক বিশ্বের কৃষির বিভিন্ন পদ্ধতি তুলে ধরবে। এর পাশাপাশি কৃষির গুরুত্ব ও এর উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাবে।

কারা এই ব্লগে অবদান রাখে?

‘কৃষি দিনলিপি’ ব্লগ যেমন সকল কৃষকের জন্য তৈরি, তেমনি কৃষি বিষয়ে অবদান রাখতে আগ্রহী সবার জন্যও এই ব্লগ উন্মুক্ত। 

বর্তমানে এই ব্লগে অবদান রাখছেন Farmer Tri খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ‘ত্রিরত্ন চাকমা’।

আপনিও চাইলে এই ব্লগে অবদান রাখতে পারেন আপনার মূল্যবান লেখা পাঠিয়ে। সেজন্য Contact Us পেইজের মাধ্যমে যোগাযোগ করুন।

আমাদের ফেসবুক পেইজ: Farmer Tri
আমাদের ইউটিউব চ্যানেল: Farmer Tri